কাওয়ালি শুরুর আগেই সাদ্দামের অনুসারীরা ব্যানার ছিঁড়ে ফেলে‍: আয়োজক কমিটি

কাওয়ালি শুরুর আগেই সাদ্দামের অনুসারীরা ব্যানার ছিঁড়ে ফেলে‍: আয়োজক কমিটি
কাওয়ালি শুরুর আগেই সাদ্দামের অনুসারীরা ব্যানার ছিঁড়ে ফেলে‍: আয়োজক কমিটি  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ‘কাওয়ালি’ গানের আসর শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেছেন আয়োজক কমিটি। হামলার ঘটনার পর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি দল ‘সিলসিলা’ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যা ৬টায় টিএসসিতে কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছিলাম‍। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে‍।

আরও পড়ুন: ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি অনুষ্ঠান (ভিডিও)

এছাড়াও, তারা আমাদের সাউন্ড সিস্টেম ও ডেকোরেটর্সের লোকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়‍। ফলে, আমরা কোনো সাউন্ড সিস্টেম ছাড়াই অনুষ্ঠানটি শুরু করি‍।

‘‘কাওয়ালদের সুরের মূর্ছনায় দর্শকরা যখন হারিয়ে যাচ্ছিলেন, তখনই ছাত্রলীগের সাদ্দাম হোসেনের অনুসারীরা হঠাৎই স্টেজে উঠে অতর্কিতভাবে কাওয়াল ও দর্শকদের উপরও হামলা চালায়‍। হামলাকারীদের মধ্যে আমীর হামজা, রনি হোক, তানজির আরাফাত তুষার, সাব্বির হোসাইন শোভনসহ আরো অনেকেই ছিল‍।’’

আরও পড়ুন: কাওয়ালিতে হামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পৃক্ততা নেই: সাদ্দাম

এতে আরও বলা হয়, হামলায় কয়েকজন দর্শক আহত হয়‍। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম রাফা, দর্শন বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা, ক্যাম্পাসের সাংবাদিক জালাল উদ্দিনসহ আরো অনেকেই‍ এতে আহত হয়। ছাত্রলীগ আমাদের সাউন্ডবক্স, চেয়ার ও স্টেজ ভাঙচুর করে‍।

পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিবাদ হিসাবে তাৎক্ষণিক প্রক্টর অফিসের সামনে ‘প্রতিবাদী কাওয়ালী’র আয়োজন করি‍। আগামীতেও আবহমান বাংলা সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চালানো সকল সাংস্কৃতিক দস্যুদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ জারি থাকবে বলে বিবৃবিতে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence