খালেদার মুক্তির দাবি জানিয়েছে জাবি বিএনপিপন্থী শিক্ষকরা

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন   © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী শিক্ষকরা এ দাবি জানান।

একই দাবিতে এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিএনপিপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম-এনটিএফ অংশ নেয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের অধ্যাপক ও ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণের পাশাপাশি একজন মৃত্যুপথযাত্রী নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার খর্ব করা হচ্ছে। যা নজিরবিহীন ষড়যন্ত্রের শামিল।

সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদানের দাবি জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence