রাবি রিপোর্টার্স ইউনিটি ইউনিটির নতুন কমিটি

রাবি রিপোর্টার্স ইউনিটি ইউনিটির নতুন কমিটি
রাবি রিপোর্টার্স ইউনিটি ইউনিটির নতুন কমিটি  © টিডিসি ফটো

দৈনিক সময়র আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদ শুভ্রককে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি ওয়াসিফ রিয়াদকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড় ১০টায় বিশ্ববিদ্যালয়র রাকসু ভবনের নিজ কার্যালয়ে সদ্য বিদায়ী সভাপতি আরাফাত রহমান এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অন্তর রায় প্রণব এ কমিটি ঘাষণা করন।

২০ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলন- সহ-সভাপতি-১ আশিক ইসলাম (ডইলি বাংলাদশ), সহ-সভাপতি-২ মুজাহিদ হাসন (দ্য বাংলাদশ টুড), যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মদ (ডইলি অবজারভার), সাংগঠনিক সম্পাদক তানভীর অর্ণব (আজকালর খবর), সহ-সাংগঠনিক সম্পাদক এমএ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক আসিফ আহমদ দিগÍ (বাংলার জনপদ), দপ্তর সম্পাদক ফুয়াদ পাবলা (মানবজমিন), প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর খালিদ (দনিক করতায়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক (দনিক খালা কাগজ), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু (বাংলাদশর খবর), ক্রীড়া সম্পাদক মিনহাজ আবদিন (দনিক মানবকণ্ঠ), পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ (আওয়াজ বিডি), সমাজকল্যাণ সম্পাদক তানভীর তুষার (বিটিসি নিউজ), অভ্যর্থনা ও সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া আকতার (আগামী নিউজ)।

এছাড়া কমিটিত নির্বাহী সদস্য হিসবে রয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের রায়হান ইসলাম, স্বজন রায়, অমর্ত্য রায় ও সুফিয়ান সিফাত এবং সদ্যবিদায়ী সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অন্তর রায় প্রণব কমিটিতে উপদষ্টা হিসেবে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence