চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে ফি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আইসিটি সেলের তত্ত্বাবধানেই হবে

নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে   ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন
নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে  ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন   © টিডিসি ফটো

ভবিষ্যতে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় ফি সংক্রান্ত কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। 

বুধবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসে পাঠানো এক বার্তায় এমনটি জানানো হয়েছে।

এদিকে আইসিটি সেলের উদ্যোগে নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে  ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর দুপুর ১:৩০ টায় চবি উপাচার্য দপ্তরে এ কার্যক্রম উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের সহকারী পরিচালক ড. ইকবাল আহমেদ, ড. কাজী তানভীর আহমদ রনি, জনাব এইচ এম কামরুল হাসানসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে চবি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করায় আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, আইসিটি সেলের এ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রযুক্তির উৎকর্ষতায় আরও একধাপ এগিয়ে গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসার ব্যাপারে আইসিটি সেল আরও কার্যকর ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ