করোনায় মারা গেলেন চিত্রশিল্পী অরবিন্দ দাশ গুপ্ত

১৮ জুলাই ২০২১, ১২:৩৭ PM
অরবিন্দ দাশ গুপ্ত

অরবিন্দ দাশ গুপ্ত © ফাইল ছবি

নিভৃতচারী চিত্রশিল্পী ও শিক্ষক অরবিন্দ দাশ গুপ্ত আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৮ জুলাই) সকাল ১০টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গত ২৪ জুলাই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেন জানান চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন।

চারুকলা ইন্সটিটিউট (যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে ১৯৭৬ সালে চিত্রকলায় স্নাতক সমাপ্ত করেন তিনি। তারপর থেকে ছবি আঁকা এবং চিত্রকলা শিক্ষাকেই পেশা হিসেবে বেছে নিয়ে সিলেটে ফিরে আসেন। শিল্পী জীবনে তিনি সান্নিধ্য পেয়েছেন জয়নুল আবেদীন, কামরুল হাসান ও এসএম সুলতানের মতো মহান শিল্পীদের। 

অরবিন্দ দাশ গুপ্তের চিত্রকর্মের বিষয়বস্তুর মধ্যে রয়েছে গ্রামীণ নৈসর্গ, ঋতুবৈচিত্র, প্রেম, প্রাকৃতিক বিপর্যয়।

১৯৮০ সালে প্রথম চিত্র প্রদর্শনীর পর ২০০২ এবং ২০১৬ সালে তার আরও দুটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সর্বশেষ, গত বছর তার চিত্র প্রদর্শনী ‘প্লাবনে স্বপন বুনি’ ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছিল।

বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬