স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে ঢাবিতে গণহত্যা দিবসের অনুষ্ঠান

২৪ মার্চ ২০২১, ০৯:৪০ AM
সংক্ষিপ্ত পরিসরে ঢাবিতে পালিত হবে গণহত্যা দিবস

সংক্ষিপ্ত পরিসরে ঢাবিতে পালিত হবে গণহত্যা দিবস © ফাইল ফটো

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে। এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি পালিত হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সন্ধ্যা সোয়া ৭টায় জগন্নাথ হল গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় প্রতীকী ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর মসজিদুল জামিয়াসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফেরাত/শান্তি কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে
  • ০৮ জানুয়ারি ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ০৮ জানুয়ারি ২০২৬
ডাকসু-জাকসুতে ০, রাকসু-চাকসুতে ১টি, জকসুতে অপেক্ষাকৃত বেশি …
  • ০৮ জানুয়ারি ২০২৬