মামুনের হ্যাকড আইডি থেকে নুরকে জড়িয়ে আপত্তিকর স্ট্যাটাস

হাসান আল মামুন ও ফেসবুক পোস্ট
হাসান আল মামুন ও ফেসবুক পোস্ট

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক হাসান আল মামুনের ফেসবুক আইডি থেকে নুরুল হক নুরকে জড়িয়ে একটি আপত্তিকর স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, মানুষের ইমোশনকে ব্যবহার করে নিজের পকেট ভারি করেছেন নুরুল হক নুর। এমনকি নুরু আমাকেও সাইড করতে চেয়েছিল।

বিষয়টি জানতে হাসান আল মামুনকে ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রাশেদ খাঁন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘আমার জানামতে গত তিনদিন ধরে হাসান আল মামুনের আইডি হ্যাকড। মামুনের সঙ্গে যাদের কথা হয়, তারা বিষয়টি আমাকে জানিয়েছেন। সে হিসেবে এই লেখা পুরোপুরি গুজবনির্ভর।’

ওই আইডির স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘‘আজকে কিছু না বলা কথা বলতেই হবে আপনাদেরকে, জানা উচিত আপনাদের সবার। অনুরোধ যত দ্রুত পারুন লেখাটি শেয়ার করুন।

মানুষের ইমোশনকে ব্যবহার করে নিজের পকেট ভারি করা নুরুল হক নুর- এর অপকর্ম অনেক দিন ধরে বলবো ভাবছি কিন্তু বলা হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে আসা অর্থ আত্মসাৎ, সাধারণ ছাত্রদের অধিকার-এর সাইনবোর্ড লাগিয়ে নিজের পকেট ভারী ও আমার নেতৃত্বে গড়ে তোলা সাধারণ ছাত্র অধিকার পরিষদ এর ট্যাগ লাগিয়ে নুরু ভিপি বনে গিয়ে আমাকেও সাইড করে দিয়েছিলো।

নুরুকে বের করে দিয়ে ছাত্র অধিকার পরিষদ এর কলংক মোচন ও অনেক দিনের অনিয়ম এর অবসান হওয়ায় এবং ছাত্র অধিকার পরিষদ জন্য শুভকামনা। আগামীতে এমন ভাওতাবাজিতে সাধারণ ছাত্রদের বিভ্রান্ত না হবার আহবান রইলো।’’

স্ট্যাটাসের নিচে মো. আ‌রিফ হোসেন নামে একজন লিখেছেন, ‘‘যারা বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে বলছি, হাসান আল মামুন কখনোই ভিপি নুরুল হক নুরকে 'নুরু'বলে না; কিন্তু এই পোস্টে নুরু লিখছে! এতে স্পষ্ট আইডি হ্যাক।’’

প্রসঙ্গত, ঢাবির ছাত্রীর ধর্ষণ মামলা নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের বাইরে আছেন হাসান আল মামুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence