রাবি ক্যাম্পাসে লিচু-আম চুরি নিয়ে প্রশাসনের সতর্কতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকায় মৌসুমী ফল ও শাকসবজি চুরির ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশ জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। শুধু ফল-সবজি নয়, আবাসিক এলাকাগুলোতে চুরি, ছিনতাই ও অসদাচরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে বলে দাবি করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে সর্তক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ করে আবাসিক এলাকায় চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত হচ্ছে এবং শিক্ষার্থীগণ বিনা প্রয়োজনে অবাধে ঘোরাফেরা করছে। আবাসিক এলাকার মৌসুমী ফল ও শাকসবজি জবরদস্তিমূলকভাবে নিয়ে যাচ্ছে। ফলে আবাসিক ভবনে বসবাসরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমতাবস্থায় বিনা প্রয়োজনে আবাসিক এলাকায় প্রবেশ ও ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হলো। আবাসিক এলাকায় অযথা ঘোরাফেরা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।