ছাত্রলীগপন্থী দুই ফেসবুক পেজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ঢাবি শিক্ষার্থীদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে ‘ট্রু গেজেট নিউজ’ এবং ‘বিডি ডাইজেস্ট’ নামে দুইটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) শাহবাগ থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তারা।
এর আগে, বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এ সব পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করা হচ্ছে, যার পেছনে রয়েছে একটি সুসংগঠিত রাজনৈতিক চক্রান্ত।
এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের ভুক্তভোগী ছাত্র নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘বুধবার বিকেলে আমরা ‘ট্রু গেজেট নিউজ’ এবং ‘বিডি ডাইজেস্ট’ পেইজে যারা মিথ্যাচার করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। ছাত্রলীগ এখনও তৎপর। তারা আমাদের সকলকে বিভাজিত করতে চাচ্ছে। আমরা সবাই মিলে নিরাপদ ও সুষ্ঠু ক্যাম্পাস গঠনে ঐক্যবদ্ধ থাকব।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পেইজগুলোর একমাত্র অ্যাডমিন রেদোয়ান ইবনে সাইফুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তার স্থায়ী ঠিকানা ফেনীতে।’
ভুক্তভোগী আরেক ছাত্রী উম্মে ছালমা বলেন, ‘জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে যারা সক্রিয় ছিলেন, তাদেরকেই টার্গেট করে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি বিশেষ গোষ্ঠী। আমরা এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রক্টর স্যারের পরামর্শে আমরা আইনের আশ্রয় নিচ্ছি ইনশাআল্লাহ।’
এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল কিছু শিক্ষার্থী আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপপ্রচার চালানোর অভিযোগে ‘ট্রু গেজেট নিউজ’ এবং ‘বিডি ডাইজেস্ট’ নামে দুইটি ফেসবুক পেজের বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, যারা অভিযোগ দিতে এসেছেলেন তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পেজ দুটি শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।