জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহাম্মদ

অধ্যাপক ছালেহ আহাম্মদ খান
অধ্যাপক ছালেহ আহাম্মদ খান  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খানকে মনোনীত করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সমিতির অফিস ও প্রকাশনা সেক্রেটারি মাহ আলম।

জানা গেছে, অধ্যাপক ছালেহ আহাম্মদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্মান সম্পূর্ণ করেন। ১৯৯৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।


সর্বশেষ সংবাদ