পোশাক নিয়ে হেনস্তা: সেই ছাত্রীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৫:১৩ PM

নিজ ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শনিবার (৮ মার্চ) অপ্রীতিকর ঘটনার শিকার সেই ছাত্রীকে দেখতে গেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীকে দেখতে যান। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান।
এতে আরও বলা হয়, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই ছাত্রীকে আশ্বস্ত করেন উপাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ইতোমধ্যে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।