ঢাবি ছাত্রী ‘আত্মহত্যার’ ঘটনায় আটক শিক্ষার্থী বুটেক্সের

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো ও শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো ও শিক্ষার্থী  © টিডিসি সম্পাদিত

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের ৮ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

জানা যায়, আনিকা ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার নতুন হাট গ্রামে। তিনি ফিরোজ হোসেনের মেয়ে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি। আমি থানার সাথে যোগাযোগ করেছি। এই ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে আটক করেছে নিউ মার্কেট থানা।

নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রীনিবাসের অন্যান্য বাসিন্দারা ঘটনাটি পুলিশকে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার পর সন্দেহবাজন বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ