রাবির পপুলেশন সায়েন্স বিভাগের পুনর্মিলনীতে মেতেছে শিক্ষার্থীরা

পপুলেশন সায়েন্স বিভাগের পুনর্মিলনী
পপুলেশন সায়েন্স বিভাগের পুনর্মিলনী  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট-এর দ্বিতীয় পুনর্মিলনীতে  ক্যাম্পাসে হৈ-হুল্লোড় আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এই পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিভাগের প্রায় ৭ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন খান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের গবেষণার খাতে ওতপ্রোতভাবে জড়িত। শুরু থেকে তাদের করা গবেষণা বাংলাদেশের পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জনসংখ্যা স্বাস্থ্য ও পরিবেশের সাথে জড়িত অনেক পলিসি এ বিভাগের শিক্ষার্থীরাই বাস্তবায়ন করে থাকেন।’

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, ‘অ্যালামনাসরা হলো বিভাগের হৃৎপিণ্ড। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উৎফুল্ল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

উদ্বোধন শেষে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। 

উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়। এসময় বক্তব্য রাখেন প্রফেসর জে এ এম সকিলউর রহমান; বক্তব্য দেন অ্যালামনাই এডহক কমিটির আহ্বায়ক মো. রেজুয়ানুল হক। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এম কোরবান আলী।

উল্লেখ্য, জনসংখ্যা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার নিমিত্তে ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। বিভাগটি বর্তমানে ২৯ বছরে পদার্পণ করছে।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence