ভাষা দিবসে জাবির শহীদ মিনারে ফুল দিতে পারবেন না যারা

জাবির শহীদ মিনার
জাবির শহীদ মিনার  © সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে পারবে না অছাত্ররা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম  আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন কোনো প্রকার উস্কানিমূলক শ্লোগান দিতে পারবেন না।বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীগণ যাদের ছাত্রত্ব আছে আইডি কার্ড সাথে রাখা সাপেক্ষে শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা কমিটি তাদের সার্বিক সহযোগিতা করবে। 

এ ছাড়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠেয় সকল প্রকার অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার মধ্যে শেষ করে, শহীদ মিনার প্রাঙ্গণ খালি করা ও ক্যাম্পাসে আগত বহিরাগতদের বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।


সর্বশেষ সংবাদ