ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী আগামীকাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাৃবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) এর ১৪তম পুনর্মিলনী আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে দেড় সহস্রাধিক অ্যালামনাই সদস্য অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকালে। বিকালে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান (পিএইচডি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব শামসুজ্জামান দুদু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডা সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও ডুপডার সহ-সভাপতি ও উদ্যাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আ খ ম ইউনুস জানান, দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনে দেড় সহস্রাধিক অ্যালামনাই-এর উপস্থিতিতে অর্ধশত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।