রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থী মৃত্যুর কারণ উদঘাটনে অনুসন্ধান কমিটি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল রাত সাড়ে দশটার দিকে এক কলেজ শিক্ষার্থী মৃত্যুুর ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই মৃত্যুর কারণ উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিমুল নামে এক কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শিমুলের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এই ঘটনার অনুসন্ধানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো প্রকার অনুমাননির্ভর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
ঘটনার বিবরণ উল্লেখ করে লিখেছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার পর রাবি ক্যাম্পাসে স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে সংস্কারাধীন রাস্তায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তায় আরসিসি ঢালাইয়ের জন্য বিছানো রডের উপর শিমুল পড়ে যায়। আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা দ্রুত তাকে রাবি চিকিৎসা কেন্দ্রে ও পরবর্তীতে উন্নততর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।