ঢাবির চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ ‌শিক্ষাবর্ষে আন্ডারগ্ৰ্যাজুয়েট প্রোগ্ৰামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ জানুয়ারি)। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। দুই সপ্তাহের মধ্যে এই ইউনিটের ফলাফল প্রস্তুত করা হবে। তবে ফল প্রকাশ হবে কবে, সে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চারুকলা ইউনিটের আন্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এ তথ্য জানিয়েছেন। তিনি সোমবার (৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, সব ইউনিটের ফল একসঙ্গে নাকি আলাদাভাবে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: বেরোবিতে ছাত্র সংসদের আগে হচ্ছে না শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচন

বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা অনুষদের পরীক্ষা শুধু ঢাবি ক্যাম্পাসেই হয়েছে। এ বছর চারুকলা ইউনিটে মোট আসন ১৩০টি। এর বিপরীতে আবেদন করেন ছয় হাজার ৯৩জন শিক্ষার্থী। 

এবার আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ