সমালোচনার মুখে যোগদান করেননি রাবির দুই সহকারী প্রক্টর
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১১:১৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি চারজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীদের সমালোচনার মুখে এখন পর্যন্ত যোগদার করেননি দুইজন প্রক্টর। আজ বুধবার (১ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগদান না করা দুই জন হলেন- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো. তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।
এ বিষয়ে সহযোগী অধ্যাপক মো. তামজীদ হোসেন মোল্লা বলেন, আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।
এ বিষয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া আফরিন বলেন, সহকারী প্রক্টর হিসেবে কোন প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছিল প্রশাসন সে সম্পর্কে আমি অবগত নই। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, যেদিন থেকে দায়িত্ব নেওয়া হবে, সেদিন থেকেই এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে। তবে, এ ধরনের কোনো পদ আমি চাইনি বা কোনো প্রত্যাশাও ছিল না। প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পর রাজি হয়েছিলাম। এখন প্রশাসন যেমন সিদ্ধান্ত নিবেন সে বিষয়ে কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তার নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।