সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রফেশনাল মাস্টার্সে ভর্তিতে আবেদনের সময় বাড়াল ঢাবি

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ১ বছর ৬ মাস মেয়াদি ৩ সেমিস্টারের প্রফেশনাল মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। পূর্বে আবেদনের সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময়সীমা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে মাস্টার্স করা যাবে

*সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডব্লিউ);

*জেরনটোলজি অ্যান্ড জেরিয়েট্রিক ওয়েলফেয়ার (জিজিডব্লিউ);

*ইনডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (আইআরএলএস);

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

আবেদনের যোগ্যতা

*স্নাতক (সম্মান) বা মাস্টার্স পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫ (৪ স্কেলে); 

*কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজের যেকোনো বিষয়ে অনার্স ডিগ্রি অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল/ল্যাংগুয়েজ থেরাপি ও ভূগোল বিষয়ে অনার্স ডিগ্রী; অথবা,

*ওপরে বর্ণিত বিষয়হুলো ব্যতীত অন্যান্য বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস প্রার্থীর সরকারি, আধা-সরকারি অথবা এনজিওতে ন্যূনতম ২ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে;

*যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুনমাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

আবেদনপত্র গ্রহণের স্থান ও তারিখ

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট নিউ মার্কেটের পশ্চিমে বা পুরাতন বিডিআর ৩ নম্বর গেট সংলগ্ন কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেয়া যাবে। আবেদনপত্র প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগ্রহ করা বা জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তি ফি বাবদ ১ হাজার পাঁচশ টাকা দিতে হবে।

আবেদনপত্র পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে।

দরকারি কাগজপত্র

*নির্ধারিত ফরমে আবেদনপত্র;

*আবেদনপত্র সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

*সব পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি;

লিখিত পরীক্ষার তারিখ ও সময়

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তিবিষয়ক অন্যান্য তথ্য পেতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন। এছাড়া ভর্তিবিষয়ক দরকারি তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১১ ১৯৫১৬৪ বা ০১৭১8 ০৬৩৮৬৫ নম্বরে।


সর্বশেষ সংবাদ