সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষার্থী সমন্বয়ক ছিলেন না

ফাহিম আহমাদ পলাশ
ফাহিম আহমাদ পলাশ  © সংগৃহীত

বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চবির সমন্বয়ক আব্দুল আওয়াল আলাওল। 

দুর্ঘটনার পর ৮ দিন চিকিৎসকধীন শেষে গতকাল মারা যান পলাশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 
নিহত হওয়ার পর পলাশকে দেশের কয়েকটি গণমাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চবির সমন্বয়ক বলে সংবাদ প্রকাশ করেছে, যা সঠিক নয়। তিনি আন্দোলনে যোগ দিতেন এক সাধারণ শিক্ষার্থী হিসেবে।’

বিষয়টি নিশ্চিত করে আলাওল বলেন, ‘পলাশের মৃত্যুতে আমরা অন্তত মর্মাহত। তবে তাঁকে সমন্বয়ক বলে গণমাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!