পেনশন স্কিম বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা রাবি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পেনশন কাঠামোকে বৈষম্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (৪ জুন) অবস্থান কর্মসূচি ও অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকগণ।

আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। পাশাপাশি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 

তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। আর সকাল ১১টা থেকে প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করব। অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পেনশন কাঠামো বৈষম্যমূলক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এই অর্ধদিবস কর্মবিরতি পালন করব। তবে সকল পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। 

 

সর্বশেষ সংবাদ