‘হতাশায় আত্মহত্যা’ ঢাবির সাবেক ছাত্র তরিকুলের

তরিকুল ইসলাম
তরিকুল ইসলাম  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পারিবারিক ও ক্যারিয়ার কেন্দ্রীক হতাশায় তরিকুল ইসলাম নামে ওই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন বলে জানা গেছে।

সোমবার (১১ মার্চ) ফরিদপুরের নিজ বাড়িতে এই আত্মহননের পথ বেছে নেন বলে জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা।

তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধো জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আবু রায়হান নামে এক সহপাঠী ফেসবুকে লিখেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। জিয়া হলের বন্ধু তরিকুল আত্মহত্যা করেছে।

নাঈম নির্ঝর নামে আরেক সহপাঠী লিখেছেন, আমাদের বন্ধু তরিকুল আর নেই। পারিবারিকভাবে ফ্রাস্টেটেড ছিল, ক্যারিয়ার সমস্যা এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। গতকাল সে সুইসাইড করেছে (সম্ভবত গলায় ফাঁস)।

জানতে চাইলে নাঈম নির্ঝর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাকরি না হওয়ায় হতাশায় ছিল তরিকুল। এ নিয়ে পারিবারিকভাবেও কিছুটা সমস্যায় ছিল তিনি। এসব বিষয় নিয়ে সুইসাইড করবে আমরা ভাবতেও পারিনি।


সর্বশেষ সংবাদ