জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের ক্যান্টিন ইজারা দেওয়াকে কেন্দ্র করে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় বিভিন্ন মহলে অভিযোগ পাল্টা অভিযোগ করা শুরু করেছেন হলের প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, আড়াই মাস ক্যান্টিন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হলের শিক্ষার্থীরা। ফলে হলের প্রাধ্যক্ষকে ক্যান্টিন চালু করার বিষয়ে তাগিদ দেন তারা। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রাধ্যক্ষ। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে ক্যান্টিন চালু করার বিষয়টি প্রাধ্যক্ষকে অবগত করা হয়। তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি ইয়াসিন নামে এক ব্যক্তিকে ক্যান্টিন চালানোর অনুমতি দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতাদের অভিযোগ, হলের প্রাধ্যক্ষকে একাধিকবার অবগত করার পরেও তিনি ক্যান্টিন ইজারা দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। যখন সাধারণ শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়, তখন প্রাধ্যক্ষ এসে আপত্তি জানান। তখন তিনি নিজের পছন্দ মতো সাত্তার নামে এক ব্যক্তির কাছে ক্যান্টিন ইজারা দিবেন বলেও জানান।
তবে হল প্রাধ্যক্ষের অভিযোগ, হল প্রশাসনের অনুমতি বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এক ব্যক্তিকে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার ও স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রকিকে দায়ী করেছেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ ছিলো। সাধারণ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে কয়েকবার জানিয়েছে। এমনকি ছাত্রলীগের পক্ষ থেকেও জানানো হয়েছে। সবশেষ ভর্তি পরীক্ষার আগে ক্যান্টিন ইজারা দেওয়ার জন্য নিলাম আয়োজন করতে বলা হলেও তিনি ব্যবস্থা নেননি। প্রাধ্যক্ষ নিজের পছন্দের লোককে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দিবেন বলেই বারবার বলা স্বত্বেও ক্যান্টিন চালু করতে দীর্ঘসূত্রিতা করছিলেন পরে সাধারণ শিক্ষার্থীরা ক্যান্টিনের তালা ভেঙেছে, আর তিনি (প্রাধ্যক্ষ) ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছেন।’
সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার বলেন, ‘প্রাধ্যক্ষ নিজের দায়িত্বের প্রতি উদাসীন। ছাত্রবান্ধব কোনো আচরণ তার মধ্যে পাইনি। ক্যান্টিন চালুর বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তাকে কয়েক দফায় জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এক্ষেত্রে তার দায়িত্বের প্রতি অবহেলা এবং নিশ্চয়ই ব্যক্তিগত স্বার্থ ছিল।’
এদিকে ক্যান্টিন ইজারা দেওয়াকে কেন্দ্র করে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্বের পেছনে পূর্বের মনোমালিন্যকে দায়ী করছেন হল সংশ্লিষ্টরা। তাদের দাবি, হলের ইমাম ও নিরাপত্তা কর্মী নিয়োগ এবং নতুন দোকান স্থাপনসহ বিভিন্ন বিষয়ে প্রাধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের মনোমালিন্য চলছিলো। ক্যান্টিন ইজারা দেওয়া নিয়ে হল ছাত্রলীগ ও প্রাধ্যক্ষের বনিবনা না হওয়ায় সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইনের বিরুদ্ধে হলে জনবল নিয়োগে বাণিজ্য, টাকার ভাগ-বাটোয়ারাসহ নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া প্রাধ্যক্ষের বিরুদ্ধে নিয়মিত হলে না আসা, হল সংলগ্ন লেক পরিষ্কার না করা, হলের সংস্কার কাজ শেষ না করা ও হলের সামনের রাস্তার সংস্কার কাজে গাফলতিসহ নানা অভিযোগ এনেছেন সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্রলীগ ও হল সুত্রে জানা যায়, আল-বেরুনী হলের সামনে নতুন চারটি স্থায়ী দোকান বসানো হয়েছে। এর মধ্যে, দু’টি দোকান ছাত্রলীগ নেতারা এবং দু’টি দোকান প্রাধ্যক্ষ ভাগাভাগি করে নিয়েছেন। দোকানপ্রতি ৬৫ থেকে ৭০ হাজার টাকা করে আদায় করেছেন প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের নেতারা। এছাড়া হলের পেছনে উন্নয়ন প্রকল্পের অধীনে খেলার মাঠের কাজ চলমান রয়েছে। তবে বেষ্টনী না থাকায় হলে ধুলাবালি আসার অভিযোগে কাজ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে হলের টেলিভিশন কেনার জন্য ৫০ হাজার টাকা নেন প্রাধ্যক্ষ। তবে তিনি হলের টেলিভিশন ক্রয় করেননি।
এদিকে গত বছরের নভেম্বর মাসে হলের পেশ ইমাম ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া নিয়ে প্রাধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের দ্বন্দ্ব শুরু হয়। তখন প্রাধ্যক্ষের বিরুদ্ধে সংশ্লিষ্ট পদে ‘পছন্দের প্রার্থীদের’ নিয়োগ দেওয়ার জন্য স্ব স্ব প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। তখন পেশ ইমাম পদে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে প্রাধ্যক্ষকে চাপ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও এসব বিষয়ে বনিবনা না হওয়ায় প্রাধ্যক্ষের কক্ষে তালা দেন হলের শিক্ষার্থীরা। ফলে নিয়োগ বোর্ড স্থগিত করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, ‘হলের নিয়োগসহ সকল কাজে আর্থিক সুবিধা নিতে চান প্রাধ্যক্ষ জুলকারনাইন। হলের দু’টি নিয়োগের মধ্যে দুটোতেই নিজের পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে চান তিনি। এমনকি হলের নতুন চারটি দোকানের মধ্যে দু’টি দোকান নিজের পছন্দের লোককে দিয়েছেন প্রাধ্যক্ষ। যদিও তারা দোকানগুলো এখনও চালু করতে পারেননি।’
এছাড়া হল অফিস ও শিক্ষার্থীদের বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করানোর জন্য প্রাধ্যক্ষকে নিয়মিত হলে পাওয়া যায় না বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হল সংশ্লিষ্ট কোনো কাগজপত্র স্বাক্ষর করার প্রয়োজন হলে হলের কর্মচারীরা প্রাধ্যক্ষের বাসায় নিয়ে যান। সেখান থেকে স্বাক্ষর নিয়ে আসতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলের কোনো সমস্যার বিষয়ে প্রাধ্যক্ষ স্যারকে অবগত করলেও তিনি গুরুত্ব দেন না। হল সংলগ্ন লেক অপরিষ্কার থাকায় মশার উপদ্রব বেড়েছে, সে বিষয়টি নিয়েও তিনি উদাসীন। এছাড়া হলের ‘এ’ ও ‘বি’ ব্লকের সংস্কার কাজ শেষ করা হলেও ‘সি’ ও ‘ডি’ ব্লকের কাজ অসমাপ্ত রয়েছে। সে বিষয়েও তিনি ব্যবস্থা নেননি।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘তাদের (ছাত্রলীগ নেতাদের) আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। এসবের সাথে আমি কখনও জড়িত ছিলাম না। কিছু শিক্ষার্থী ছাত্রত্ব শেষ হওয়ার পরেও তারা অবৈধভাবে হলে অবস্থান করছে। তাই তাদের হল থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, সেটাকে বাধা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে।’
তিনি আরো বলেন, ‘তাদের অন্যায়-অপকর্মে পার্শ্ববর্তী এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের অপকর্মগুলো আমি সমর্থন করি না বলেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে। এখানে আমার বদলে অন্য কোনো প্রাধ্যক্ষ থাকলে তার সাথেও একই কাজ করতো।’
ক্যান্টিন ইজারা দেওয়ার বিষয়ে সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘তারা আমাকে জানিয়েছে, তবে ক্যান্টিন ইজারা দেওয়ার অফিসিয়াল প্রক্রিয়া চলছিলো। তারমধ্যেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ছাত্রলীগের নেতারা হলের ক্যান্টিন একজনের হাতে তুলে দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি প্রাধ্যক্ষ কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’
নিজের পছন্দের লোককে ক্যান্টিন ইজারা দিতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার নিজের কোনো লোক নাই। তবে আমাদের একজন সাবেক শিক্ষার্থী (সাত্তার) ক্যান্টিন পরিচালনার জন্য আবেদন করেছে। সাবেক শিক্ষার্থী হিসেবে তাকে বিবেচনায় রেখেছিলাম।’
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
0.75 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.05 ms
Query
Database
0.73 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.61 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
0.54 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.02 ms
Connecting to Database: "prev"
Database
1.59 ms
Query
Database
1.84 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '137163'
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
0.40 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '2'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
3.16 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '137163'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
3.97 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('137136','137033','137029')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.04 ms
Query
Database
1.31 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '137163'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.03 ms
Query
Database
1.09 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.04 ms
View: detail.php
Views
1.43 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.26 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.88 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
<p style="text-align: justify;">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের ক্যান্টিন ইজারা দেওয়াকে কেন্দ্র করে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় বিভিন্ন মহলে অভিযোগ পাল্টা অভিযোগ করা শুরু করেছেন হলের প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।</p>
<p style="text-align: justify;">খোঁজ নিয়ে জানা যায়, আড়াই মাস ক্যান্টিন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হলের শিক্ষার্থীরা। ফলে হলের প্রাধ্যক্ষকে ক্যান্টিন চালু করার বিষয়ে তাগিদ দেন তারা। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রাধ্যক্ষ। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে ক্যান্টিন চালু করার বিষয়টি প্রাধ্যক্ষকে অবগত করা হয়। তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি ইয়াসিন নামে এক ব্যক্তিকে ক্যান্টিন চালানোর অনুমতি দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।</p>
<p style="text-align: justify;">ছাত্রলীগ নেতাদের অভিযোগ, হলের প্রাধ্যক্ষকে একাধিকবার অবগত করার পরেও তিনি ক্যান্টিন ইজারা দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। যখন সাধারণ শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়, তখন প্রাধ্যক্ষ এসে আপত্তি জানান। তখন তিনি নিজের পছন্দ মতো সাত্তার নামে এক ব্যক্তির কাছে ক্যান্টিন ইজারা দিবেন বলেও জানান।</p>
<p style="text-align: justify;">তবে হল প্রাধ্যক্ষের অভিযোগ, হল প্রশাসনের অনুমতি বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এক ব্যক্তিকে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার ও স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রকিকে দায়ী করেছেন তিনি।</p>
<p style="text-align: justify;">এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ ছিলো। সাধারণ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে কয়েকবার জানিয়েছে। এমনকি ছাত্রলীগের পক্ষ থেকেও জানানো হয়েছে। সবশেষ ভর্তি পরীক্ষার আগে ক্যান্টিন ইজারা দেওয়ার জন্য নিলাম আয়োজন করতে বলা হলেও তিনি ব্যবস্থা নেননি। প্রাধ্যক্ষ নিজের পছন্দের লোককে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দিবেন বলেই বারবার বলা স্বত্বেও ক্যান্টিন চালু করতে দীর্ঘসূত্রিতা করছিলেন পরে সাধারণ শিক্ষার্থীরা ক্যান্টিনের তালা ভেঙেছে, আর তিনি (প্রাধ্যক্ষ) ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছেন।’</p>
<p style="text-align: justify;">সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার বলেন, ‘প্রাধ্যক্ষ নিজের দায়িত্বের প্রতি উদাসীন। ছাত্রবান্ধব কোনো আচরণ তার মধ্যে পাইনি। ক্যান্টিন চালুর বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তাকে কয়েক দফায় জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এক্ষেত্রে তার দায়িত্বের প্রতি অবহেলা এবং নিশ্চয়ই ব্যক্তিগত স্বার্থ ছিল।’</p>
<p style="text-align: justify;">এদিকে ক্যান্টিন ইজারা দেওয়াকে কেন্দ্র করে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন ও ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বন্দ্বের পেছনে পূর্বের মনোমালিন্যকে দায়ী করছেন হল সংশ্লিষ্টরা। তাদের দাবি, হলের ইমাম ও নিরাপত্তা কর্মী নিয়োগ এবং নতুন দোকান স্থাপনসহ বিভিন্ন বিষয়ে প্রাধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের মনোমালিন্য চলছিলো। ক্যান্টিন ইজারা দেওয়া নিয়ে হল ছাত্রলীগ ও প্রাধ্যক্ষের বনিবনা না হওয়ায় সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।</p>
<p style="text-align: justify;">অন্যদিকে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইনের বিরুদ্ধে হলে জনবল নিয়োগে বাণিজ্য, টাকার ভাগ-বাটোয়ারাসহ নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া প্রাধ্যক্ষের বিরুদ্ধে নিয়মিত হলে না আসা, হল সংলগ্ন লেক পরিষ্কার না করা, হলের সংস্কার কাজ শেষ না করা ও হলের সামনের রাস্তার সংস্কার কাজে গাফলতিসহ নানা অভিযোগ এনেছেন সাধারণ শিক্ষার্থীরা।</p>
<p style="text-align: justify;">ছাত্রলীগ ও হল সুত্রে জানা যায়, আল-বেরুনী হলের সামনে নতুন চারটি স্থায়ী দোকান বসানো হয়েছে। এর মধ্যে, দু’টি দোকান ছাত্রলীগ নেতারা এবং দু’টি দোকান প্রাধ্যক্ষ ভাগাভাগি করে নিয়েছেন। দোকানপ্রতি ৬৫ থেকে ৭০ হাজার টাকা করে আদায় করেছেন প্রাধ্যক্ষ ও ছাত্রলীগের নেতারা। এছাড়া হলের পেছনে উন্নয়ন প্রকল্পের অধীনে খেলার মাঠের কাজ চলমান রয়েছে। তবে বেষ্টনী না থাকায় হলে ধুলাবালি আসার অভিযোগে কাজ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে হলের টেলিভিশন কেনার জন্য ৫০ হাজার টাকা নেন প্রাধ্যক্ষ। তবে তিনি হলের টেলিভিশন ক্রয় করেননি।</p>
<p style="text-align: justify;">এদিকে গত বছরের নভেম্বর মাসে হলের পেশ ইমাম ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়া নিয়ে প্রাধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের দ্বন্দ্ব শুরু হয়। তখন প্রাধ্যক্ষের বিরুদ্ধে সংশ্লিষ্ট পদে ‘পছন্দের প্রার্থীদের’ নিয়োগ দেওয়ার জন্য স্ব স্ব প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। তখন পেশ ইমাম পদে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে প্রাধ্যক্ষকে চাপ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও এসব বিষয়ে বনিবনা না হওয়ায় প্রাধ্যক্ষের কক্ষে তালা দেন হলের শিক্ষার্থীরা। ফলে নিয়োগ বোর্ড স্থগিত করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় প্রশাসন।</p>
<p style="text-align: justify;">নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, ‘হলের নিয়োগসহ সকল কাজে আর্থিক সুবিধা নিতে চান প্রাধ্যক্ষ জুলকারনাইন। হলের দু’টি নিয়োগের মধ্যে দুটোতেই নিজের পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে চান তিনি। এমনকি হলের নতুন চারটি দোকানের মধ্যে দু’টি দোকান নিজের পছন্দের লোককে দিয়েছেন প্রাধ্যক্ষ। যদিও তারা দোকানগুলো এখনও চালু করতে পারেননি।’</p>
<p style="text-align: justify;">এছাড়া হল অফিস ও শিক্ষার্থীদের বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করানোর জন্য প্রাধ্যক্ষকে নিয়মিত হলে পাওয়া যায় না বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হল সংশ্লিষ্ট কোনো কাগজপত্র স্বাক্ষর করার প্রয়োজন হলে হলের কর্মচারীরা প্রাধ্যক্ষের বাসায় নিয়ে যান। সেখান থেকে স্বাক্ষর নিয়ে আসতে হয়।</p>
<p style="text-align: justify;">নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলের কোনো সমস্যার বিষয়ে প্রাধ্যক্ষ স্যারকে অবগত করলেও তিনি গুরুত্ব দেন না। হল সংলগ্ন লেক অপরিষ্কার থাকায় মশার উপদ্রব বেড়েছে, সে বিষয়টি নিয়েও তিনি উদাসীন। এছাড়া হলের ‘এ’ ও ‘বি’ ব্লকের সংস্কার কাজ শেষ করা হলেও ‘সি’ ও ‘ডি’ ব্লকের কাজ অসমাপ্ত রয়েছে। সে বিষয়েও তিনি ব্যবস্থা নেননি।’</p>
<p style="text-align: justify;">সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘তাদের (ছাত্রলীগ নেতাদের) আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। এসবের সাথে আমি কখনও জড়িত ছিলাম না। কিছু শিক্ষার্থী ছাত্রত্ব শেষ হওয়ার পরেও তারা অবৈধভাবে হলে অবস্থান করছে। তাই তাদের হল থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, সেটাকে বাধা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে।’</p>
<p style="text-align: justify;">তিনি আরো বলেন, ‘তাদের অন্যায়-অপকর্মে পার্শ্ববর্তী এলাকার মানুষ অতিষ্ঠ। তাদের অপকর্মগুলো আমি সমর্থন করি না বলেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে। এখানে আমার বদলে অন্য কোনো প্রাধ্যক্ষ থাকলে তার সাথেও একই কাজ করতো।’</p>
<p style="text-align: justify;">ক্যান্টিন ইজারা দেওয়ার বিষয়ে সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘তারা আমাকে জানিয়েছে, তবে ক্যান্টিন ইজারা দেওয়ার অফিসিয়াল প্রক্রিয়া চলছিলো। তারমধ্যেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ছাত্রলীগের নেতারা হলের ক্যান্টিন একজনের হাতে তুলে দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি প্রাধ্যক্ষ কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’</p>
<p style="text-align: justify;">নিজের পছন্দের লোককে ক্যান্টিন ইজারা দিতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার নিজের কোনো লোক নাই। তবে আমাদের একজন সাবেক শিক্ষার্থী (সাত্তার) ক্যান্টিন পরিচালনার জন্য আবেদন করেছে। সাবেক শিক্ষার্থী হিসেবে তাকে বিবেচনায় রেখেছিলাম।’</p>
realtednews
$value array (3)
0 => stdClass#107 (48)
$value[0]
Properties (48)
id_article -> string (6) "137136"
$value[0]->id_article
article_title -> UTF-8 string (172) "জাবিতে প্রক্টর ও প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দাবিতে মানববন্ধন"
$value[0]->article_title
জাবিতে প্রক্টর ও প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার ফল নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত ফল প্রকাশ করলেও নিয়ম নেই পুনঃনিরীক্ষণের। এ কারণে তারা খাতাও চ্যালেঞ্জ করতে পারেননি।...
article_summary -> UTF-8 string (651) "জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বুধবা...
$value[0]->article_summary
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বুধবার গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের এক নারী ওপর হামলার অভিযোগ উঠেছে শাহবাগবিরোধীদের বিরুদ্ধে।
article_summary -> UTF-8 string (443) "কক্সবাজার জেলা পরিষদে ঘুষ লেনদেনের সময় বিএনপি নেতা কামরুল হাসানকে হাতেনাতে আ...
$value[1]->article_summary
কক্সবাজার জেলা পরিষদে ঘুষ লেনদেনের সময় বিএনপি নেতা কামরুল হাসানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে মূল অভিযুক্ত জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল...
বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৩৭ রানে বড় জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
এর আগে, ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই সাইম আইয়ুব এবং ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান।
তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে নেন মোহাম্মদ হারিস ও সালমান আঘা। তবে ৪ চার ও এক ছক্কায় ১৮ বলে ৩১ রান করে হারিস ফিরলে ভাঙে এই জুটি। হাফ-সেঞ্চুরির পর পাকিস্তান অধিনায়কও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৬ রানে ফেরেন তিনি।
এরপর ঝোড়ো ইনিংসে বড় পুঁজির স্বপ্ন জিইয়ে রেখেছিলেন হাসান নেওয়াজ। সাজঘরে ফেরার আগে ৪ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন মিডল-অর্ডার এই ব্যাটার।
শেষদিকে শাদাব খানও রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় সফল হন। ২৫ বলে ৪৮ রান যোগ করেন তিনি। ৫ চারের সঙ্গে দুটি ছক্কাও হাঁকান তিনি।
বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদী ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি, শরিফুল ৩ ওভারে ৩২ রান খরচায় দুটি উইকেট শিকার করেন। এছাড়া হাসান, তানজিম, রিশাদ ও শামীম একটি করে উইকেট শিকার করেন।
home_title -> UTF-8 string (207) "ইআবিতে এমফিল-পিএইচডি করার সুযোগ পাচ্ছেন আলিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা"
$value[4]->home_title
share_title -> UTF-8 string (207) "ইআবিতে এমফিল-পিএইচডি করার সুযোগ পাচ্ছেন আলিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা"
$value[4]->share_title
article_shoulder -> string (0) ""
$value[4]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[4]->article_hanger
article_summary -> UTF-8 string (574) "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের ফাজিল, কামিল মাদ্রাসা ও দেশের স...
$value[4]->article_summary
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের ফাজিল, কামিল মাদ্রাসা ও দেশের স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমফিল পিএইচডি করার সুযোগ পাচ্ছেন মাদ্রাসা উচ্চশিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানটিতে। এম.ফিল (মাস্টার অব ফিলোসফি)...
home_title -> UTF-8 string (177) "সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে: ভারতীয় গণমাধ্যমকে রুমিন ফারহানা "
$value[5]->home_title
share_title -> UTF-8 string (177) "সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে: ভারতীয় গণমাধ্যমকে রুমিন ফারহানা "
$value[5]->share_title
article_shoulder -> string (0) ""
$value[5]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[5]->article_hanger
article_summary -> UTF-8 string (412) "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ স...
$value[5]->article_summary
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
image_tag -> UTF-8 string (412) "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ স...
$value[5]->image_tag
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
image_show -> string (1) "1"
$value[5]->image_show
image_homepage -> string (1) "1"
$value[5]->image_homepage
image_credit -> UTF-8 string (44) "ভিডিও থেকে নেওয়া"
article_summary -> UTF-8 string (464) "ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক মহলে...
$value[6]->article_summary
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক মহলে চলমান আলোচনার মধ্যেই সামাজিক মাধ্যমে ‘আমরা ড. ইউনূসকে পাঁচ বছরের জন্য চাই’—এই ছড়িয়ে পড়েছে। তবে...
article_summary -> UTF-8 string (568) "অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ...
$value[8]->article_summary
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়েত ইসলামীর ছাত্রী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াম আহমদে খানের সাথে