ঢাবি ভর্তি পরীক্ষার জন্য ১২ দিনে যত আবেদন পড়ল

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে। গত ১৮ ডিসেম্বর থেকে ১২ দিনে প্রায় পৌনে দুই লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আসনপ্রতি প্রায় ৩১টি আবেদন পড়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫ আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য ১৮ ডিসেম্বর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছুরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলেন। সে তুলনায় এবার আবেদনের হার কম বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান শনিবার (৩০ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল পর্যন্ত এক লাখ ৮৪ হাজার ৫০০ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন ৫ জানুয়ারি শেষ হলেও এরপর টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে। সে হিসেবে ৭ বা ৮ জানুয়ারির দিকে চূড়ান্ত সংখ্যা বলা যাবে।

আরো পড়ুন: জাবি ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, সাত কলেজের বিষয়ে এখনেও কোনও সিদ্ধান্ত আসেনি। জানুয়ারি মাসের মাঝামাঝি হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন পড়ছে বলে জানা গেছে। এ ইউনিটে আসন আছে এক হাজার ৮৫১টি। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০ এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ