ঢাবিতে মধ্যরাতে শিক্ষার্থীসহ দুজনের মোবাইল ছিনতাই

দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে
ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মধ্যরাতে শিক্ষার্থীসহ দুজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে রিকশায় থাকা ব্যক্তিদের মোবাইল ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। এর একটি ঘটনা ধরা পড়েছে রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি।

গত সোমবার দিবাগত রাতে এই দুই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরমধ্যে এসএম হলের সামনের সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে দিবাগত রাত সোয়া একটার দিকে। এই ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ জাহিদ শেখ।

আর শেখ রাসেল টাওয়ারের সামনের ঘটনাটি ঘটে এর মিনিট দশেক আগে। এ ঘটনাটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে৷ তবে ফুটেজ অস্পষ্ট হওয়ায় ছিনতাইকারীদের চিহ্নিত করা যায়নি। তাছাড়া ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ শেখ জানান, আমি পলাশী থেকে রিকশায় করে হলে ফিরছিলাম। এসএম হলের ফটক পার হওয়ার পর হঠাৎ মোটরসাইকেলে করে এসে দুই ছিনতাইকারী আমার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে জগন্নাথ হলের ফটক অভিমুখে চলে যায়। ওই মোটরসাইকেলের পেছনে আরেকটি মোটরসাইকেলে শুধু একজন ছিলেন। ওই মোটরসাইকেলটিও দ্রুতগতিতে চলে যায়।

এর আগে সম্প্রতি রাত দেড়টার সময় ক্যাম্পাসে একই পদ্ধতিতে ঢাবি শিক্ষার্থী আশসাক জামান সায়াদের মোবাইলটিও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনাটি ঘটেছিল ঢাবির এ এফ রহমান হলের পাশে মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশেই। পরবর্তী সায়াদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে সায়াদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি রাতে বাইরে থেকে রিকশায় আসছিলাম। পাশে আমার বন্ধুও ছিল। মোবাইলে কিছু একটা দেখছিলাম হঠাৎ তোরণের পাশ থেকে একটা বাইকে দুজন এসে পেছনের জন আমার হাত থেকে মোবাইলটি টান দিয়ে দ্রুত বেগে চলে যায়। এ ঘটনায় আমি থানায় একটা জিডিও করেছিলাম।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ক্যাম্পাসে ছিনতাইসহ নেতিবাচক ঘটনা প্রতিরোধে প্রশাসন সোচ্চার রয়েছে। গত সোমবার রাতের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা দুটি পুলিশকে খতিয়ে দেখতে বলা


সর্বশেষ সংবাদ