ঢাবি ভিসির বাসভবনের সামনে ৩ ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাত ৯টা ২৮ মিনিটে কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা, ড. মো আবদুল মুহিত, ড. এম এল পলাশসহ শাহবাগ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে সিসি ফুটেজ চেক করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা হবে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ১৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ