চবির বাঁশঝাড়ে মিললো সাবেক নিরাপত্তাকর্মীর মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ০৮:০৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের বাঁশঝাড় থেকে মনির আহমেদ (৭৫) নামে সাবেক এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, মৃত মনির আহমেদ চবির বিজ্ঞান অনুষদের সামনের কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। দুবছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তিনি প্রায় সময় বাঁশ কাটতে ওই অনুষদের পেছনে যাওয়া-আসা করতেন এবং লাকড়ি সংগ্রহ করতেন।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র।
মনির আহমেদের ছেলে মো. তারেক মিয়া বলেন, আসরের নামাজের পর থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৩টার দিকে বাবার মরদেহ পাওয়া গেছে বলে ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ বাসায় জানিয়েছেন। আমি গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।
প্রত্যক্ষদর্শী জগদীশ রুদ্র বলেন, আমি অনুষদের পানির মোটর ছেড়ে পেছনে তাকিয়ে দেখি ঝোপ ফাঁকা। আমি একটু সামনে এগিয়ে আসতেই দেখি একজনের পা দেখা যাচ্ছে। তখন আমার সহকর্মী কাজল রুদ্রকে ডেকে এনে মরদেহটা মনির ভাইয়ের মতো লাগলে আমরা ছবি তুলে ওনার মেয়েকে দেখাই। পরে ওনার মেয়ে বাবার মরদেহ শনাক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। কীভাবে মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই। জঙ্গলের ভেতরে মৃত্যু হয়েছে। এজন্য একটি অপমৃত্যু মামলা হবে। তবে মরদেহের ময়নাতদন্ত হবে কিনা সে বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবেন।