রাবি ছাত্রলীগের প্রথম কর্মসূচিতে অংশ নিলেন না ‘কাঙ্ক্ষিত’ পদবঞ্চিত নেতারা

ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন নেতৃত্ব
ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন নেতৃত্ব   © টিডিসি ফটো

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রথম দলীয় কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীরা। তবে পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে অংশ নেননি কাঙ্ক্ষিত পদবঞ্চিত নেতারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারা। 

প্রায় সাত বছর পর গত শনিবার রাতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। পরদিন থেকে কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ক্যাম্পাসে কর্মসূচি পালন করছিল ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পাওয়া একটি অংশ। তিন দিন ধরে তারা ক্যাম্পাসে আন্দোলন, ভাঙচুর, মারধর ও কয়েক দফায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটান। এমনকি নতুন কমিটির নেতা-কর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের প্রধান ফটক ও কাজলা গেটে তালাও ঝুলায় তারা। 

এই সংকট সমাধানে সন্ধ্যায় নগরভবনে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন। বৈঠকের পর নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

আজ ছাত্রলীগের নতুন কমিটির প্রথম কর্মসূচিতে সব হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সব অনুষদ ও বিভাগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতা-কর্মীকে সকাল সাড়ে ৯টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটে উপস্থিত হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আহ্বান জানান সভাপতি-সম্পাদক। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান ও শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে ও ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেনের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা।

তবে কর্মসূচিতে দেখা যায়নি আন্দোলনকারী ‘পদবঞ্চিত’ সাবেক সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, বর্তমান কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন ও তাওহীদুল ইসলাম দূর্জয়, ছাত্রলীগ নেতা অনীক মাহমুদ বনি ও সাকিবুল হাসানকে। আন্দোলনকারীদের মধ্য থেকে শুধু বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদকে কর্মসূচিতে দেখা গেছে।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আমাদের প্রথম কর্মসূচি ভালোভাবে সম্পন্ন হয়েছে। সব নেতা-কর্মীকে কর্মসূচিতে থাকতে বলা হয়েছিল। আমার সাধারণ সম্পাদক সবাইকে ফোন দিয়েও বিষয়টি জানিয়েছেন। আন্দোলনকারী কয়েক নেতা অংশ নিয়েছেন। বাকিরা কেন অংশ নেননি, সে বিষয়ে আমার জানা নেই।’

কর্মসূচিতে অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ‘কর্মসূচির বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমি কিছুটা অসুস্থ। তাই থাকতে পারিনি।’

নাম প্রকাশ না করার শর্তে কাঙ্ক্ষিত পদবঞ্চিত আরেক নেতা বলেন, ‘কর্মসূচিতে অংশ নেওয়ার ইচ্ছা ছিল। তবে আমার এক আত্মীয় মারা যাওয়ায় যেতে পারিনি। অন্য কেউ অংশ নিয়েছেন কি না, সেটা আমি জানি না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence