নতুন প্রজন্মের মাঝে শিশু রাসেলের মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে: ঢাবি ভিসি

  © টিডিসি ফটো

শেখ রাসেলের মধ্যে সততা, শিক্ষকদের শ্রদ্ধা করা, সহপাঠীদের প্রতি আন্তরিক থাকার মতো মানবিক মূল্যবোধগুলো ছিল। এই প্রজন্মের শিশুদের কাছে মূল্যবোধগুলো ছড়িয়ে দিতে হবে বলে আহ্বান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (১৮ অক্টোবর) শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এসময় শেখ রাসেলের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হলো এর অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। এখানে যিনি আসেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসেন, পরিবার বা অন্য কোন পরিচয়ে নয়। পারিবারিক কারণে এখানে কেউ বিশেষ সুবিধা পান না। 

পরে একই স্থানে সকাল ১১ টায় শেখ রাসেলের শিশু-কিশোর জীবনের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যসহ উপস্থিত অতিথিরা। 

আরও পড়ুন: দিন দিন ছোট হচ্ছে মেসে থাকা শিক্ষার্থীদের খাবার তালিকা

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, 'শেখ রাসেলকে যারা হত্যা করেছে, তারা এখন মানবাধিকারের কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্রও এখন মানবাধিকারের কথা বলে অথচ ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে তারা নৌযান প্রেরণ করেছিল।' ভবিষ্যতে অন্য কেউ যাতে দেশের মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

শহীদ শেখ রাসেলের সহপাঠী নাসরিন ইসলাম বলেন, 'শেখ রাসেল অত্যন্ত সহজ-সরল প্রকৃতির ছিল। তার মধ্যে কোন দম্ভ ছিল না। একটি নিরহংকারী মনোভাব ছিল। বঙ্গবন্ধুর সন্তান হওয়ার পরও কখনো তিনি বিশেষ সুবিধা নেননি।'

এতে আরও উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিমসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence