ঢাবির চার বিভাগে আসন শূন্য, ভর্তিচ্ছুদের বিষয় মনোনয়ন প্রকাশ

ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী
ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের চারটি বিভাগে আসন শূন্য রয়েছে। এসব শূন্য আসনে ভর্তির জন্য বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে।

বিভাগগুলো হলো- ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: নতুন নির্দলীয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদেরকে লগইন করে ভর্তি মেনু হতে ভর্তি ফি প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ৮ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৪ থেকে ৭ অক্টোবর (বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার) পর্যন্ত অনলাইন সেবা বিঘ্নিত হতে পারে।


সর্বশেষ সংবাদ