রাবি ক্যাম্পাসে অটো ও রিকশার মুখোমুখি ধাক্কায় শিক্ষার্থীসহ আহত ৮

ক্ষতিগ্রস্থ অটো।
ক্ষতিগ্রস্থ অটো।   © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে ব্যাটারিচালিত অটো ও ছোট রিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে একজন শিশু এবং শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি অটো ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছিল। অন্যদিকে রাবির এক শিক্ষার্থীকে নিয়ে একটি রিকশা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দিকে যাচ্ছিল। এমন সময় একে অপরকে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। ফলে ছোট রিকশাটি উল্টে যায়। এতে আহত সকলকে দ্রুত উদ্ধার করে রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

ed2cf784-63e8-443a-96b4-426807d9fa40

আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের  ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিয়া খাতুন। রিকশা থেকে পড়ে গিয়ে তার মুখ কেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়। বর্তমানে তিনি রামেকে চিকিৎসারত আছেন। 

আহত বাকি ৬ জন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের রাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজন শিশু শিক্ষার্থীও আছেন। সে চোখে আঘাত পেয়েছে। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। 

রিকশা চালকের নাম আমিনুল (৫৮)। পিতা আয়নাল সাং। তিনি রাজশাহীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার বাসিন্দা। অটো উল্টে যাওয়ায় তিনিও মাথায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে রাবি-১ টহল পুলিশ উভয় অটো রিকশা কাজলা ফাঁড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ঘটনা শোনামাত্র সেখানে যাই। তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। একজন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী। বাকিরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদেরকে রাবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের দাঁত ভেঙে যাওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে। একজন সহকারী প্রক্টর সার্বিক বিষয়টা দেখাশোনা করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence