বন্ধুদের মাঝ থেকেই অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় ঢাবি ছাত্রীকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ PM
রাঙামাটির সাজেকের শিজকছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
অপহরণের শিকার শিক্ষার্থীর নাম দীপিতা চাকমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপিতা তার বন্ধুদের নিয়ে সাজেকের পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা অস্ত্রধারীরা তাদের গাড়ি থামায়। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে গহিন পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে কাজ শুরু করেছে। ওই এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, কিছুক্ষণ আগে জিরো মাইল এলাকা থেকে এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী, ওই ছাত্রীকে শিগগির উদ্ধার করতে পারবো।