অভিযুক্তকে সদস্য করে ছাত্রলীগের তদন্ত কমিটি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৩, ০২:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে গভীর রাতে ছাত্রলীগের নেত্রীকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের সাবেক হল সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেনকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।
সোমবার রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটির বিষয়টি জানানো হয়। তদন্ত কমিটি বাকি দুই সদস্য হলেন ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক অন্তরা দাস পৃথা ও উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাল্গুনী দাস তন্বী।
অভিযুক্তকে সদস্য করে তদন্ত কমিটি গঠনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ছাত্রলীগের সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা রূপা। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এক ফোনালাপে ডেইলি ক্যাম্পাসকে এই হতাশার কথা বলেন ভুক্তভোগী শিক্ষার্থী রূপা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী রূপা বলেন, আমি খুবই অসুস্থ, কথা বলতে পারছি না। আমি মেডিকেলে ভর্তি থাকায় পরবর্তী ঘটনা সম্পর্কে জানি না, আপনার মাধ্যমেই আমি তদন্ত কমিটি সম্পর্কে জানতে পারলাম। কিন্তু যে অপরাধী সে নিজে যদি বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে সুষ্ঠু বিচার হবে না এটা অনেকটা নিশ্চিত। আমি নিজেও সন্দিহান আমি সঠিক বিচার পাবো কি-না।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাবি সেক্রেটারি তানভীর হাসান সৈকত বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। অপরাধী যে-ই হোক না কেন তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং রূপাকে ন্যায় বিচার প্রদান করা হবে।
উল্লেখ্য, রোববার রাতে ঢাবির রোকেয়া হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর কক্ষে ছাত্রলীগের সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা রূপাকে মারধর করে টেনে হিঁচড়ে কক্ষছাড়া করার অভিযোগ উঠে হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনার নেতৃত্ব দেন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিহা মাহুব ঐশী, সাংগঠনিক সম্পাদক বিপর্ণা রায় এবং ছাত্রলীগ নেত্রী ফারজানা পারভীন। ঘটনার কয়েকটি অডিও ও ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বেশ আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়।