সহপাঠীকে যৌন হয়রানির দায়ে জাবি ছাত্র বহিষ্কার

মো. মুবাশ্বির ফাহিম
মো. মুবাশ্বির ফাহিম  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাসান মো. মুবাশ্বির ফাহিম নামের এক শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আজ সোমবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র (বর্তমানে ২১নং হলে থাকেন)।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটির প্রধান অধ্যাপক জেবউননেছা বলেন, এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কমিটি তদন্ত করে অভিযুক্তকে ছয় মাসের জন্য বহিষ্কারের সুপারিশ করে। সিন্ডিকেট সুপারিশ আমলে নিয়েছে।

জানা যায়, যৌন হয়রানির অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হওয়ায় গত ২৫ জুন বিশেষ এক সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ অনুযায়ী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুবাশ্বির ফাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন ঐ ছাত্র বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান এবং ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ২১ মে মুবাশ্বির ফাহিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ কমিটির কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক ছাত্রী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, এর আগে ১৭ এপ্রিল বিকালে ভুক্তভোগী তার ইন্সটাগ্রাম এবং ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেন। স্টোরিতে একটি লিঙ্ক দেওয়া ছিল, যেটিতে ক্লিক করে পরিচয় গোপন রেখে মেসেজ পাঠানোর সুযোগ থাকে। তবে অভিযুক্ত ফাহিম পরিচয় গোপন না করে ঐ স্টোরিতে একটি মেসেজ দেয়; যা শুধু যৌন ইঙ্গিতপূর্ণ নয়, কুরুচিপূর্ণ ও অপমানজনক ছিল বলে দাবি ভুক্তভোগীর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence