ওয়েবসাইটে দেখা যাচ্ছে রাবির ‘এ’ ইউনিটের ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ০৭ জুন ২০২৩, ০১:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার (৬ জুন) রাত ৮টায়। তবে ওয়েবসাইটে ফল দেখতে পারছিলেন না শিক্ষার্থীরা। অবশেষে প্রকাশিত ফল ওয়েবসাইটে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৭ জুন) বেলা ১১টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন।
জানা গেছে, ‘এ’ ইউনিটে ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। গ্রুপ-২-এ পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-৩-এ পাসের হার ২৩ দশমিক ১৮ ও সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। গ্রুপ-৪-এ পাসের হার ২৩ দশমিক ৮০ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬।
এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।