২ মাসের প্রশিক্ষণে নামের সামনে ডা. যোগ করানো কোর্স বন্ধের দাবি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ০৯ মে ২০২৩, ০৫:০০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের পৃষ্ঠপোষকতায় ‘কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপন প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩’ কোর্সটি শুরু হতে যাচ্ছে। ২ মাসের এ কোর্স বন্ধের দাবি জানিয়েছে রাবি ভেটেরিনারি ছাত্র সমিতি।
মঙ্গলবার (৯ মে) সংগঠনটির সহ-সভাপতি জাফর রায়হান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে মঙ্গলবার (৯ মে) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কর্মসূচিকে আমরা ভেটেরিনারি ছাত্র সমিতি ও ভেটেরিনারি পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো ভাবেই সমর্থন করি না। কারণ এ সকল কর্মসূচি কোয়াক তৈরির একটি প্রক্রিয়া মাত্র এবং এ সকল কোয়াক ২ মাসের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গ্রহণ করে নামের সামনে ডা. যোগ করে এবং বিভিন্ন স্থানে ভেটেরিনারিয়ান পরিচয়ে চিকিৎসা করে।
এতে আরও বলা হয়েছে, এসবের ফলে তারা অতিরিক্ত এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ ইচ্ছেমতো ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ এন্টিবায়োটিক রেজিস্টেনস হচ্ছে। ফলশ্রুতিতে আমাদের জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। যার প্রমাণ আমরা এর আগে অনেক বার পেয়েছি। যা মূলত আমাদের পেশা ও ভেটেরিনারি কাউন্সিলের আইনের পরিপন্থি।
আমরা ভেটেরিনারি ছাত্র সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে এ ধরনের তথাকথিত প্রশিক্ষণ কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ধরনের প্রশিক্ষণ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।