প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থী।

রোববার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।তালিকাটি আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউজিসি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত ৬ শিক্ষার্থী হলেন- আরবি বিভাগের হাসমোতুল্লা (৩.৯১), আইন বিভাগের আফসান এলাহি (৩.৮২), পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া (৩.৯৮), ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী (৩.৯১), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুসতাকিম খান (৩.৮২), বোটানি বিভাগের ইসরাত জাহান ইলা (৩.৯৬), এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি (৩.৯৭), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম (৩.৮৭) এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মনিকা আমেলিয়া (৩.৮৬)। 

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ