ঈদ উপহার পেলো রাবির ২৫০ কর্মচারী
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৩, ০৫:২৭ PM
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরত ২৫০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
আরে পড়ুন: ক্যান্সারে রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু
এসময় উপাচার্য বলেন, বিশ্বের অনেক দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়লেও বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখা যায়নি। দেশ এগিয়ে যাচ্ছে। আজ একজন মানুষও ক্ষুধার্ত নেই। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ছিল এবার ইফতার আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রয়োজন আছে এমন মানুষদের মধ্যে বণ্টন করা। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আমরা ইফতারের পরিবর্তে এই আয়োজন করতে পেরেছি। উপস্থিত সকলের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য ড. মো হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।