ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে তানভীর-নাহিদ

  © সংগৃহীত

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলাস্থ ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম মনোনিত হয়েছেন। তারা দুইজনেই বিশ্বিবদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী। 

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইরফানুল হক চৌধুরী, তাউসিবা রহমান প্রভা; যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সাইমুন, উম্মে সালমা সায়মা, নেওয়াজ শরীফ; সাংগঠনিক সম্পাদক ইমাম বাসেত, মোহাম্মদ শাহীন আলম; দপ্তর সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী; উপ-দপ্তর সম্পাদক মো. মোর্শেদ; অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহিদ উদ্দীন; উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল; প্রচার সম্পাদক আমজাদ হোসেন; উপ-প্রচার সম্পাদক কাজী ফাহিম আকতার; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদওয়ান; শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক সামিনা তানজিনা; ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রায়হান উদ্দীন; উপ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মহিন উদ্দীন রাকিব; ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ; সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন নাহার প্রিতিয়া; কার্যকরী সদস্য মোহাম্মদ আলী আজম, নাছিমুল হক, সাকিব হোসেন, সাকিব বিন জাকির।

ডুসাসের সদ্য সাবেক সভাপতি বোরহান উদ্দিন ফয়সাল ও সাধারণ সম্পাদক রকি হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন।

উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence