ঢাবির খেলার মাঠে রূপালী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রূপালী ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান
রূপালী ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান  © টিডিসি ফটো

দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক রূপালী ব্যাংকের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের উদ্যোগে  আয়োজিত দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান কাজী ছানা-উল হক। 

আয়োজকরা জানিয়েছেন, ব্যাংকটির সারা দেশের ৫৮৬টি শাখা ও সকল উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেমন- লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়।

আরো পড়ুন: ঢাবি-মেডিকেলে সুযোগ হলেও পড়া হয়নি ইস্ট ওয়েস্টের স্বর্ণজয়ী সামিয়ার

অনুষ্ঠান উদ্বোধনকালে রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, "করোনা মহামারীর কারণে দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। মানুষের আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দ কর্মজীবনে প্রফুল্লতা বয়ে আনবে। ফলে আমাদের কাজ হবে আরো সুন্দর এবং গোছানো। আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করে যেতে পারবো।"
 
এ সময় রূপালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আলী আক্কাস ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মো. ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক-এ-আজম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মো. ইসমাইল হোসেন শেখ এছাড়াও ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ মাঠে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence