একেকজন শিক্ষার্থী আমার কাছে একেকটা মহাদেশ: চবি উপাচার্য

অধ্যাপক ড. শিরিণ আখতার
অধ্যাপক ড. শিরিণ আখতার  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বলেছেন, একেকজন শিক্ষার্থী আমার কাছে একেকটা মহাদেশের সমান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

চবি উপাচার্য বলেন, “অনেকে আমাকে বলেন, সাহিত্য কর্ম করতে হলে তো সাধারণ মানুষের সাথে মিশতে হয়। কিন্তু আপনি এত ব্যস্ততার মাঝে কিভাবে মানুষের সাথে মিশতে পারেন? কিভাবে আপনি সাহিত্যকর্ম করতে পারেন?

তখন আমি বলি, আমি আমার জীবনে অসংখ্য ছাত্রছাত্রীকে পড়িয়েছি। একেকজন শিক্ষার্থী আমার কাছে একেকটা মহাদেশ। ছাত্র-ছাত্রীদের পড়াতে গিয়ে আমি যা জেনেছি তাই আমাকে সাহিত্য রচনার অনুপ্রেরণা যোগায়।’’

তিনি আরও বলেন, আমি চাই আমি আমার জীবনে যা করে যেতে পারি নি আমার শিক্ষার্থীরা যেন জীবনে তা করে যেতে পারেন। আমি যদি আমার যাবতীয় কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য ছোট্ট কিছু করে যেতে পারি সেটাই হবে আমার জীবনের সার্থকতা।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা । তিনি তার বক্তব্যে বলেন, মানুষের জীবন ছোট। এই ছোট্ট জীবনে আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে করে সমাজ এবং ইতিহাস আমাদের মনে রাখে। সমাজ এবং দেশের জন্য অবদান রাখার অন্যতম একটি মাধ্যম হল বিসিএস। কিন্তু বিসিএসই আমাদের জীবনের মূল ভিশন হতে পারে না। আমাদের মূল ভিশন হতে হবে যে সমাজে আমি জন্মেছি, যে সমাজ আমাকে গড়ে তুলেছে তাকে এক পা হলেও সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিসিএসে বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এবং কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং সেন্টার নোয়াখালী, চট্টগ্রাম) মোহাম্মদ রাকিব খান। উপ কর কমিশনার (কর অঞ্চল-১, চট্টগ্রাম) আব্দুল্লাহ ইউসুফ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন, অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের শাহরিয়ার আলম, স্বাগত বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর আফজালুর রহমান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence