যৌথভাবে ঢাবি ও চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান ইউনিভার্সিটির মধ্যে যৌথ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের ফলে ঢাবি ও চীনে ইউনান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যৌথভাবে বিশ্ববিদ্যালয় দুটিতে পড়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভার্চুয়াল বোর্ড মিটিংয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান ইউনিভার্সিটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জিনমিং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৪ বছর মেয়াদী চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীরা ৩ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১ বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। একইভাবে, ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা প্রোগ্রামের শিক্ষার্থীরা ৩ বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে এবং ১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

সভায় যৌথ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে দ্রুত আধুনিক কারিকুলাম প্রণয়নের ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া, চীন-বাংলাদেশ গবেষণা কেন্দ্র এবং চীন-বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি বিনিময় কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে উভয় দেশের মধ্যে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মী বিনিময়ের ব্যাপারেও সভায় আলোচনা করা হয়।

ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জিনমিং আগামী বছর বিশ্ববিদ্যালয়টির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আরও বেশি যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির, চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের প্রধান ড. মো. আফজাল হোসেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হু, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব পরিচালকের দফতরের উপ-পরিচালক (বাজেট) মো. ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন। ইউনান ইউনিভার্সিটির অধ্যাপক ড. উ ইয়ুন ভার্চুয়াল এই বোর্ড মিটিং পরিচালনা করেন।


সর্বশেষ সংবাদ