চবির হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী আগামীকাল

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরপূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উৎসব শুরু হবে আগামীকাল। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ব্যবসায় প্রশাসন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আহবায়ক ও ব্যবসা প্রশাসন অনুষ্ঠানের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

দুপুরে প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী লিখিত বক্তব্যে জানিয়েছেন, আগামীকাল শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিকেল ৩টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্ভোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উদ্ভোধন শেষে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

উৎসবের দ্বিতীয়দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি অতিথি হিসেবে থাকবেন প্রফেসর অমল ভূষন নাগ, ড. মো: আবদুল হাই, প্রফেসর ড. মনজুর মোরশেদ মাহমুদ, ওয়াসিকা আয়েশা খান এম.পি., সি.এ.জি অব বাংলাদেশের মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারের সচিব মো. মোহসিন চৌধুরী, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের, চবি উপ-উপাচার্য  প্রফেসর বেনু কুমার দে প্রমুখ।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ইচ্ছেমতো কাজের অনুমতি দিলো কানাডা

সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজন কমিটির প্রধান সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম।

আর স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের একাউন্টিং রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জী। এসময় তিনি 'Contemporary Issues of Accounting Practices' বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন। একইদিন বিকেল ৪ টায় চট্টগ্রাম শহরের জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশনা করবেন দেশ বরেণ্য শিল্পী নকীব খান ও ঐশী। ব্যান্ড হিসেবে থাকছে শিরোনামহীন এবং তীরন্দাজ।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দুইদিন ব্যাপী নবীন-প্রবীণের এই মিলনমেলায় দেশের প্রখ্যাত শিল্পীরা মঞ্চ মাতাবেন। আয়োজনে বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষক শিক্ষার্থী মিলে প্রায় সাড়ে চার হাজার জন অংশ নেবার কথা রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন, ড. মোঃ আবদুর রহমান, সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রধান সমন্বয়ক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মোঃ সেলিম উদ্দীন, ড. মোঃ ইকবাল হোছাইন, উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোঃ আলী আরশাদ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence