ঈদে বাড়িতে যাওয়ার আগে যেসব কাজ করতে ভুলবেন না

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © সংগৃহীত

ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা আর আত্মীয়দের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার সেরা সময় এটি। তবে ঈদের আনন্দ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিঘ্নিত না হয়, তার জন্য প্রস্তুত থাকা জরুরি। বিশেষ করে যারা শহরে একা থাকেন বা ফাঁকা বাসা রেখে দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরেন, তাদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন।

চলুন জেনে নিই, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ঠিক যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার:

একটি তালিকা তৈরি করুন
সবচেয়ে আগে নিজের প্রয়োজনীয় কাজগুলোর একটি তালিকা করে ফেলুন। কার জন্য কী নিচ্ছেন, ব্যাগে কী রাখতে হবে, কোন কাগজপত্র লাগবে—এসব এক জায়গায় নোট করে রাখলে কিছু ভুলে যাওয়ার আশঙ্কা কমে যাবে। বের হওয়ার আগে তালিকা মিলিয়ে নিশ্চিত হয়ে নিন।

বৈদ্যুতিক সংযোগ নিরাপদ করুন
তাড়াহুড়ায় বের হতে গিয়ে লাইট, ফ্যান, ওভেন, কম্পিউটার ইত্যাদির সুইচ বন্ধ করতে অনেকেই ভুলে যান। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই প্রতিটি ঘরের লাইট, ফ্যান, ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। সম্ভব হলে ফ্রিজ খালি করে সেটিও বন্ধ করে যেতে পারেন।

আরও পড়ুন: হাটে গিয়ে যেভাবে চিনবেন কোরবানীর সুস্থ গরু

গ্যাস ও পানির লাইন চেক করুন
গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের সুইচ অবশ্যই বন্ধ করে যাবেন। গ্যাস লিক থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি পানির কলগুলোও ভালোভাবে বন্ধ আছে কিনা দেখে নিন। ছুটি শেষে ফিরে এসে প্রথমে জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন, তারপর চুলা চালু করুন।

অন্দরসজ্জার গাছের যত্ন
যারা বাসায় টবের গাছ রাখেন, তাদের জন্য ছুটির সময়টা একটু বাড়তি চিন্তার। গাছের গোড়ায় নারকেলের ছোবড়া দিয়ে পানি ধরে রাখুন বা হাইড্রোপনিক বিড ব্যবহার করতে পারেন। প্রয়োজনে বোতলে পানি ভরে গাছের পাশে ঝুলিয়ে দিন—ছিদ্রযুক্ত বোতল থেকে ধীরে ধীরে পানি পড়ে গাছ তাজা থাকবে।

পোষা প্রাণীর ব্যবস্থা
বাসায় পোষা প্রাণী থাকলে একা ফেলে যাবেন না। পরিচিত কারও কাছে রেখে যান বা প্রয়োজনে পোষা প্রাণীর কেয়ার সেন্টারে অস্থায়ীভাবে রাখুন।

ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখুন
বাড়ি যাওয়ার আগে ঘর ঝাঁট-মোছা করে পরিষ্কার করে যান। ফ্রিজে পচনশীল খাবার রেখে যাবেন না। ডাস্টবিন খালি করে রাখুন। ফিরেই যেন দুর্গন্ধ বা পোকামাকড়ের ভোগান্তিতে না পড়তে হয়।

নিরাপত্তা নিশ্চিত করুন
ঈদের সময় অনেক এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই প্রতিটি দরজা-জানালায় ভালোভাবে তালা দিন। দরজা ঠিকমতো লক হয়েছে কিনা বারবার যাচাই করে নিন। সম্ভব হলে বাসায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে মোবাইল থেকে নজরদারির ব্যবস্থা করুন।

প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন
জাতীয় পরিচয়পত্র, টিকিট, ব্যাংক কার্ড, পাসপোর্টের কপি এসব কাগজের ফটোকপি বা ডিজিটাল স্ক্যান নিজের কাছে রাখুন। মূল কপি বাসায় নিরাপদ স্থানে রেখে দিন।

আরও পড়ুন: শুধু স্ক্রিনটাইম নয়, এসব অভ্যাসেও করছেন চোখের ক্ষতি

একটি করে ছবি তুলে রাখুন
বের হওয়ার আগে প্রতিটি রুমের একটি করে ছবি তুলে রাখুন। কিছু অস্বাভাবিক থাকলে তা শনাক্ত করা সহজ হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ যেমন প্রিয়, তেমনই প্রিয় নিজের ঘর। তাই বাড়ি ফিরুন নিশ্চিন্তে, আবার ফিরে আসুন স্বস্তিতে। এজন্য এই ছোট কিন্তু জরুরি কাজগুলো ভুলবেন না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence