ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০, আটক ৯

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট  © সংগৃহীত

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসা সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন পরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় পুলিশ ছাত্রলীগের ৯ জন শিক্ষার্থীকে আটক করেছে। আটকৃত শিক্ষার্থীরা পরীক্ষা দিলেও আহতরা দিতে পারেনি। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অষ্টম সেমিস্টারের তিনটি বিভাগের এবং অন্য সেমিস্টারের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের মৌখিক পরীক্ষা ছিলো। এতে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সাবেক ছাত্রলীগের শিক্ষার্থীরা। তাদের আগমনকে ঘিরে দুপুর ১২টার দিকে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি মোকাবেলায় তারা ব্যর্থ হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় আহত বেশ কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অধ্যক্ষ আরও জানান, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ৯ পরীক্ষার্থীকে সেনাবাহিনী  আটক করে নিয়ে গেছে। এই ৯ জন আজকে পরীক্ষা দিলেও ছাত্রলীগের অষ্টম সেমিস্টারের আহত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, তাই এক বছর পর আবারও তাদের পরীক্ষা দিতে হবে। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজিব দে জানান, আটকদের থানা হাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ