যেসব কারণে দ্রুত নষ্ট হয় স্মার্টফোন

স্মার্টফোন
স্মার্টফোন   © সংগৃহীত

আজকের যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। অফিসের কাজ হোক কিংবা পারিবারিক যোগাযোগ, বিনোদন বা ব্যাংকিং, সব কিছুতেই স্মার্টফোন অপরিহার্য। কিন্তু আমরা অনেকেই নিজের অজান্তেই কিছু সাধারণ ভুল করে বসি, যার ফলে আমাদের সাধের ফোনটি দ্রুত নষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের আয়ু কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এসব ভুলের মধ্যে কিছু অভ্যাসগত, কিছু আবার প্রযুক্তিগত। নিচে এমনই কয়েকটি প্রধান কারণ তুলে ধরা হলো, যেগুলো এড়িয়ে চললে ফোন টিকে থাকতে পারে অনেকদিন।

সারাক্ষণ চার্জে রেখে দেওয়া
অনেকে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সারাক্ষণ চার্জে দিয়ে রাখেন। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং দীর্ঘদিন এমন চলতে থাকলে মাদারবোর্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, চার্জ ২০%-৮০% এর মধ্যে রাখাই ভালো।

ভেজা হাতে ফোন ব্যবহার ও স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখা
ময়েশ্চার বা আর্দ্রতা স্মার্টফোনের জন্য ক্ষতিকর। এতে ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারির পাশাপাশি ফোনের প্রাণ মাদারবোর্ডও নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন ভেজা হাতে ধরা বা বাথরুম-রান্নাঘরের মতো স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা উচিত নয়।

আরও পড়ুন: হঠাৎ ফোনে সিগন্যাল হারিয়ে যাচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান

ভুল চার্জার বা নকল চার্জার ব্যবহার
অনেকে দাম বাঁচাতে অনুমোদিত চার্জার না কিনে সস্তা বিকল্প বেছে নেন। কিন্তু প্রত্যেক ফোনের সঙ্গে নির্দিষ্ট পাওয়ার আউটপুটের চার্জার থাকা জরুরি। ভুল চার্জার ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও ক্ষতি করতে পারে।

দীর্ঘক্ষণ গেম খেলা ও চার্জে রেখে গেম খেলা
স্মার্টফোনে দীর্ঘক্ষণ ভারী গেম খেলার ফলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যায়। এর সঙ্গে যদি চার্জে রেখে খেলা হয়, তাহলে ফোনের স্পিড কমে যাওয়ার পাশাপাশি ব্যাটারির আয়ুও দ্রুত ফুরায়।

সফটওয়্যার আপডেট না করা
প্রতিটি সফটওয়্যার আপডেট ফোনকে আরও সুরক্ষিত করে তোলে এবং নানা বাগ ঠিক করে। অনেকেই এই আপডেটকে অবহেলা করেন, ফলে ফোন স্লো হয়ে যায় এবং সাইবার হামলার ঝুঁকি বাড়ে।

সন্দেহজনক অ্যাপ ইনস্টল ও অতিরিক্ত অনুমতি দেওয়া
অফিশিয়াল অ্যাপ স্টোর ছাড়া থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করলে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এছাড়া অপ্রয়োজনীয় অ্যাপকে মাইক্রোফোন, ক্যামেরা বা লোকেশন ব্যবহারের অনুমতি দেওয়া সাইবার ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত গরম পরিবেশে ফোন রাখা
ফোন সরাসরি সূর্যের আলোয় রাখা বা বালিশের নিচে রেখে চার্জ দেওয়া ফোন অতিরিক্ত গরম করে তোলে। এতে ব্যাটারির স্থায়ী ক্ষতি হতে পারে এবং পুরো ডিভাইসই বিকল হয়ে যেতে পারে।

আরও পড়ুন: স্ট্রোকের ঝুঁকি বাড়ায় প্রতিদিনের যেসব অভ্যাস

প্রতিকার কী
অনুমোদিত চার্জার ব্যবহার করুন
ফোনের চার্জ ২০-৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন
নির্ধারিত সময় অন্তর ডেটা ব্যাকআপ নিন
সফটওয়্যার আপডেটকে গুরুত্ব দিন
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকুন
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ না করে আধুনিক র‌্যাম ব্যবস্থাপনার ওপর ভরসা রাখুন


সর্বশেষ সংবাদ