বদলির পরিপত্র জারি, সংশ্লিষ্টদের সংবর্ধনা দিল বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ

সংবর্ধনা অনুষ্ঠান
সংবর্ধনা অনুষ্ঠান  © টিডিসি ফটো

শূন্যপদের বিপরীতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির পরিপত্র জারি হওয়ায় বদলি সংশ্লিষ্টদের সংর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের যৌক্তিক দাবি, প্রাণের দাবি ছিল শূন্য পদের বিপরীতে বদলি। বদলির প্রজ্ঞাপন জারি হওয়ায় NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ, যার বর্তমান নাম “বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ (বিটিইউসি) -এর পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টাসহ, বদলি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। দেশের শিক্ষার সংকটময় মুহূর্তে তার মতো বিজ্ঞ ব্যক্তির ওপর যখন শিক্ষার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে, তখন আমরা শিক্ষা ব্যবস্থার সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। শিক্ষা উপদেষ্টার সততা, দৃঢ়তা, আন্তরিকতা, বিদ্যোৎসাহীতা আর শিক্ষানুরাগের জাদুস্পর্শে শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে- এটা আমাদের বিশ্বাস ।

উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে NTRCA ধারাবাহিকভাবে ১ম, ২য়, ৩য়, বিশেষ, ৪র্থ এবং ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। ১ম পর্যায়ে নিয়োগ পরিপত্র ২০১৫-এর ০৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী একজন শিক্ষক পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত নিয়োগ পরিপত্র স্থগিত হওয়ায় সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। শুরু হয় সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের চরম হতাশা এবং মানবেতর জীবন।

প্রভাষক সরোয়ার জানান, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে বিগত সরকারের অধীনস্ত কর্মকর্তাগণ শূন্য পদে বদলির প্রাথমিক কার্যক্রম শুরু করলে একটি মহলের চক্রান্তের কারণে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত ১ আগস্ট পারস্পারিক বদলির প্রজ্ঞাপন জারি হয়। যার মাধ্যমে ১% শিক্ষকও বদলির সুফলে উপকৃত হতে পারতেন না। দীর্ঘদিনের চক্রান্ত আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে শিক্ষকদের প্রাণের দাবি বাস্তবায়ন করায় শিক্ষা উপদেষ্টাকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, আমরা ২০২২ সাল থেকে সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। তারই ধারাবাহিকতায় সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন পালনের প্রেক্ষিতে ২৭ শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করলে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্যপদের বিপরীতে বদলি চালুর লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা আদেশ দেওয়ার পরও পরিপত্র জারি বিষয়ে বিলম্ব হলে গত ৯ অক্টোবর শাহবাগের প্রজন্ম চত্বরে শান্তিপূর্ণ অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয় এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় । যার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে শূন্যপদে বদলির প্রজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

এই শিক্ষক নেতা জানান, দীর্ঘদিনেও শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় বদলি প্রত্যাশী শিক্ষকরা অত্যন্ত উদ্বীগ্ন ছিল। যার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনার হতে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত লং মার্চ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। ১৮ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালনকালীন শিক্ষা উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয়ে ৬ সদস্যবিশিষ্ট একটি দলকে ডেকে নেন এবং সেখানে দীর্ঘসময় আলাপকালে তিনি জানান, “আপনারা আন্দোলন স্থগিত করেন, আমি শূন্যপদে বদলির প্রজ্ঞাপন যেকোন সময় জারি করব।” শিক্ষা উপদেষ্টার নির্দেশনার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থানকালে শিক্ষা মন্ত্রণালয়ে শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির আলোচনান্তে শূন্যপদে বদলির সিদ্ধান্ত হয় এবং শূন্যপদের বিপরীতে প্রজ্ঞাপন জারি করেন। যা ছিল NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যৌক্তিক দাবি, প্রাণের দাবি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিনের শিক্ষকদের দাবি শূন্য পদে বদলির পরিপত্র জারি করায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ।


সর্বশেষ সংবাদ