এবার তামান্নার সঙ্গে ২৪ মিনিট কথা বললেন শিক্ষামন্ত্রী

তামান্না আক্তার নূরা
তামান্না আক্তার নূরা  © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পর এবার তামান্না সঙ্গে ২৪ মিনিট ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফোনালাপে পড়াশোনার বিষয়ে তামান্নাকে বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে যশোর গিয়ে অদম্য এই শিক্ষার্থীর সঙ্গে দেখা করার কথাও জানায় তাকে। এসময় শিক্ষামন্ত্রী তামান্নার বাবার সাথেও কথা বলেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামান্নার বাবা রওশন আলী গণমাধ্যমকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তামান্নার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ফোন দিয়ে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তামান্নার স্বপ্ন পূরণে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দুই কন্যা।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির বিশেষ সভা কাল

তামান্নার বাবা রওশন আলী বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমার ফোনে কল দিয়ে তামান্নার খোঁজখবর নেন। একপর্যায়ে তামান্নার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তামান্নার সঙ্গে দীর্ঘ ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি তামান্নাকে বলেন, মনোবল হারানো যাবে না। গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে। তুমি এগিয়ে যাও। তোমার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন। তুমি নুরের নুর। আল্লাহ তায়ালা তোমাকে নুরের আলোয় আলোকিত করেছেন। এক পা দিয়ে তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো, তুমি পারো এবং পারবে।

রওশন আলী বলেন, শিক্ষামন্ত্রী তামান্নাকে ভার্সিটিতে মাইক্রোবায়োলোজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন- খুব তাড়াতাড়ি আমি তোমার সঙ্গে দেখা করতে যশোরে আসব।

আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ বন্ধ

এদিকে মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান তামান্নাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি নিয়ে তার বাসায় যান। একই দিন যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তামান্নাকে কৃতী সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দীন টিপু তামান্নার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে তামান্নাকে পত্রিকাটির পক্ষ থেকে এককালীন শিক্ষাবৃত্তিও দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ