তিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মাহফুজ

‘যখন রেজাল্ট দেখলাম, মনে হলো মরুভূমির পথিক উট ফিরে পেয়েছে’

মো. মাহফুজ হাসান
মো. মাহফুজ হাসান  © টিডিসি সম্পাদিত

‘যখন ফোনে লগইন করে রেজাল্ট দেখলাম, মনে হলো মরুভূমির পথিক হারানো উট ফিরে পেয়েছে’ এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নবাগত শিক্ষার্থী মো. মাহফুজ হাসান। সাফল্যের স্বাদ যেমন মধুর, তেমনি তার পেছনে লুকিয়ে থাকে অগণিত গল্পে পরিশ্রম, ব্যর্থতা, কান্না, আবার নতুন করে জেগে ওঠা। মাহফুজের এ অভিজ্ঞতাও ব্যতিক্রম নয়।

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নে বেড়ে উঠা মাহফুজ ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন জেলার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজে। ২০২৩ সালের ২৯ আগস্ট মাহফুজের জীবনের এক নির্মম অধ্যায়। ওইদিন ছিল এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। কিন্তু তিনি ভুল করে দিনক্ষণ গুলিয়ে ফেলেন। ২৮ তারিখ ভেবে ফজরের পর থেকে সকাল ৯টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়েন। বন্ধু আহমেদ আলীর ফোনে দুপুরে জানতে পারেন যে আজই পরীক্ষা ছিল, আর তিনি তা মিস করেছেন!

এ ঘটনাটি তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। শুরু হয় মানসিক যন্ত্রণা, জীবন থেমে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। আল্লাহ ও নিজের প্রতি আস্থা রেখে টিকে থাকেন। তিনি পরীক্ষায় ফেল করলে অনেকের কাছেই বলতেন রেজিস্ট্রেশন ভুল হয়েছে, তাই ফেল করেছি। তবে প্রকৃত ঘটনা জানতেন কেবল তার মা এবং ঘনিষ্ঠ কয়েকজন। তখন আশপাশের প্রায় সকলের কটূক্তি, তুচ্ছতাচ্ছিল্য, নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, বড় ভাইদের কারও কারও পক্ষ থেকেও এমন আচরণ সহ্য করতে হয়।

আরো পড়ুন: এক কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স ২০০ শিক্ষার্থীর, সংবর্ধনায় বরণ

এইচএসসিতে দ্বিতীয়বার অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন মাহফুজ। বিজ্ঞান কিভাগ থেকে মানবিকে চলে আসেন। উদ্দেশ্য ছিল ভেঙে পড়া জীবনটাকে নতুনভাবে সাজানো। ২০২৩  প্রস্তুতি শুরু করেন। আত্মবিশ্বাস জোগায়। পারিবারিক কারণে মাহফুজকে সিরাজগঞ্জ ছেড়ে ঢাকায় বোনের বাসায় থাকতে হয়। কিন্তু সেখানে মন বসছিল না। তার বাবা ও ভাই একটি পারিবারিক মামলার আসামি হয়ে যান। পরিবারের কাঠামো একদম ভেঙে পড়ে। সবাই যার যার মতো আত্মগোপনে থাকতে বাধ্য হন। মাহফুজ সে মামলার আসামি ছিলেন না, কিন্তু পরিবারের সদস্য হিসেবে অজ্ঞাতনামা আসামিদের তালিকায় তিনি অন্তর্ভুক্ত ছিলেন। বাড়িতে যেতে পারতেন না কখনও। তিনি বলেন, এ মামলা ছিল প্রতিহিংসামূলক বংশীয়ভাবে ঘায়েল করার চেষ্টা মাত্র। এলাকার কেউ কেউ অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকেও গ্রেফতার করিয়ে দিতে তৎপর হন।

চরম হতাশা আর ভুলের অতল থেকে উঠে এসে মাহফুজ আজ স্বপ্নের চূড়ায়। তিনি চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৬৩তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ১২৮তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ২৭তম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ৫৬তম ।

নিজের অনুভূতি জানিয়ে মাহফুজ বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমার স্বপ্ন পূরণে সহায় হয়েছেন। রেজাল্টের পর মায়ের কাছে ছুটে গেছেন, সিজদায় লুটিয়ে পড়েছেন, দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন, অশ্রুসজল চোখে কুরআন তেলাওয়াত করেছেন। বলছিলেন, সেই শান্তি যেন ঐশ্বরিক কিছু ছিল!’

তিনি আরো জানান, ‘আমি সবসময় আম্মু-আব্বুকে বলতাম আমার জন্য সিজদায় গিয়ে দোয়া করতে। বাবা-মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন আজ আমি অনেক খুশি। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence