জবির ‘বি’ ইউনিটে প্রথম নুবাহ সিদ্দিকা হতে চান বিচারক

নুবাহ সিদ্দিকা
নুবাহ সিদ্দিকা  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নুবাহ সিদ্দিকা। তিনি তৃতীয় শিফটে পরীক্ষা দিয়ে ৯২ নম্বর অর্জন করেছেন, যা সব শিফটের মধ্যে সর্বোচ্চ। নুবাহর স্বপ্ন একজন বিচারপতি হওয়া।  

আজ মঙ্গলবার (২৫ মার্চ) মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিজের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান নুবাহ। তিনি জানান, আইন বিভাগে পড়াশোনা শেষে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে বিচারক হতে চান। তার এ অর্জনের পেছনে বাবা-মায়ের উৎসাহ ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় নুবাহ বহুনির্বাচনীতে ২৩, লিখিত অংশে ৪১ এবং এসএসসি-এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৮ নম্বর অর্জন করেছেন, যা তাকে প্রথম স্থান অর্জনে এগিয়ে রেখেছে।

আরও পড়ুন: রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য অব্যাহতি

নুবাহ আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও তিনি সফলতা পেয়েছেন। ঢাবির পরীক্ষায় তিনি পঞ্চম স্থান অর্জন করেছেন এবং সেখানেই ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার গরিপুর গ্রামে। 

রাজউক উত্তরা মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করা নুবাহ সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তার বাবা আশিকুল ইসলাম ও মা খাইরুন্নেছা বেগমের বড় সন্তান তিনি।

প্রসঙ্গত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিন শিফটে মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৪২,৯৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম শিফটে ২৯৪টি, দ্বিতীয় শিফটে ২৯২টি এবং তৃতীয় শিফটে ১৯৯টি আসন ছিল।


সর্বশেষ সংবাদ